Home | আন্তর্জাতিক | জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আগামী ৯ এপ্রিলে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ১৭ এপ্রিলে টেস্ট ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়াই শুরু হবে। হারারেতে প্রথম টেস্টের পর ২৫ এপ্রিল একই মাঠে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
আর ওয়ানেড সিরিজ শুরু হবে মে মাসের প্রথম তারিখে। ১ মে’র প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মে।
দুটি টে-টোয়েন্টি ম্যাচের প্রথমটি শুরু হবে ১১ মে। আর ১২ মে’র দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ে সফর।
ওয়ানডে ও টি-টোয়েন্টির সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।
এর আগে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করার কথা থাকলেও সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অনুরোধে বদলে গেছে সেই সূচী। সেই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ কমিয়ে আনা হয়েছে দুটিতে।
x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...