জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ঈদের দিন গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের ছাত্রাইডাঙ্গা বিশালপুর গ্রামে মফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পরদিন রোববার রাতে হত্যা মামলা হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। নিহতের স্ত্রী তামিমুন (৪০) তাঁদের প্রতিবেশি মো. দোশিমের দুই ছেলে রেন্টু,সেন্টু সহ ৬ জনকে নামীয় ও অজ্ঞাতানামা কয়েকজনকে আসামী করে নাচোল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি রেন্টু,সেন্টুসহ অনান্যদের এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে। নিহত মফিজ উদ্দিন ওই গ্রামের মৃত.ময়েজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মফিজ উদ্দিন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির নিকটে পাকা সড়কের উপর কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মফিজকে উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা যান মফিজ উদ্দিন। রোববার রামেক হাসপাতাল মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্নের পর বিকেলে নাচোলে নিজ গ্রামে মফিজ উদ্দিনকে দাফন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপপরিদর্শক (এসআই) লালন কুমার দাস জানান, ঘটনার তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের সাথে মামলার প্রধান অভিযুক্তদের আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ও একাধিক মামলা ছিল বলেও জানান তিনি।
