স্টাফ রির্পোটার : রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দল বা আল্লাহর সরকারের চার জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর সদস্যরা।
এছাড়া রাজধানীর তুরাগ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে কোরবানীর পশু ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব। তবে গ্রেপ্তারদের নাম জানায়নি বাহিনীটি।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, দুপুর ১২টায় কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।