চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক ও দায়িত্ব প্রাপ্ত আইনজীবিদের সাথে মতবিনিময় করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২০২০) নির্বাচনে সভাপতি পদে বিজয়ী চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এ্যাড আব্দুর রসিদ মোল্লা জিপি ও সাধারন সম্পাদক পদে বিজয়ী পৌর আওয়ামীলীগ নেতা ও আওয়ামী আইনজীবি পরিষদের যুগ্ন-আহবায়ক এ্যাড আবুল বাসার (অতিরিক্ত এপিপি) সহ বিজয়ী নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাক্ষাৎ করে ফুললে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় হুইপ ছেলুন এম পি চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির বিজয়ী সদস্যবৃন্দকে মিষ্টি মুখ করান। এবং তাদেরকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবধ্য হয়ে আওয়ামীলীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহবান জানান।