ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | “গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন” এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

“গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন” এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

জিয়াউল হক জুমন, স্পেনঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত প্রবাসীদের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন গ্রেটার সিলেট (জালালাবাদ) অ্যাসোসিয়েশন ইন স্পেন এর  নির্বাচনে আব্দুল মুজাক্কির সভাপতি,  সাংবাদিক সেলিম আলম সাধারন সম্পাদক, আমিনুর রশিদ রাজু সিনিয়র সহ সভাপতি এবং সাংবাদিক জিয়াউল হক জুমন প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ পূর্ণ বিজয়ী প্যানেলকে আনুষ্ঠানিক দায়িত্ব হস্থান্তর করা  হয়েছে।

সংগঠনের  নির্বাচন কমিশনের এক সাধারণ সভায় কমিশনের সদস্য সচিব সাংবাদিক বকুল খানের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আল মামুন সহ সকল কমিশনার এবং বিপুল সংখ্যক স্পেন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী দু’বছরের জন্য মুজাককির সেলিম প্যানেলের ৩৫ সদস্য  বিশিষ্ঠ পূর্ণাঙ্গ প্যানেল কে আনুষ্ঠানিক  ভাবে  বিজয়ী ঘোষণা করে  দায়িত্ব হস্থান্তর করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান এ টি এম আব্দুর রউফ মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সদস্য কামরুজ্জামান সুন্দর ।এসময় নবনির্বাচিত পরিষদের সবাইকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপস্থিত অতিথিবৃন্দ । কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবর রহমান ঝন্টু,আসাদুজ্জামান রাজ্জাক, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা,সুহেল আহমদ সামসু,আল আমিন মিয়া, ফজলে এলাহী, মিল্টন ভুইয়া কচি,একরামুজ্জামান কিরন,আব্বাস উদ্দিন, এস এম নাসিম, মাসুদুর রহমান, রাসেল দেওয়ান, ফয়জুর রহমান,আবু জাফর রাসেল, আফসার হুসেন নিলু, সিলেট জেলা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুজ্জামান সাদ,আব্দুর রশিদ, নুরুল ইসলাম,সাইফুর রহমান লিটন, লিয়াকত আলী, লালশাহ মিয়া   সহ  বিপুল সংখ্যক  প্রবাসী এবং বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ। নব নির্বাচিত সভাপতি আব্দুল মোজাক্কির এবং সাধারণ সম্পাদক সেলিম আলম  তাদের বক্তব্যে গ্রেটার সিলেট সহ স্পেনে বাংলাদেশ কমিউনিটির সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন সংগঠন কে শক্তিশালী  করতে স্থায়ী এবং চলমান কর্মসূচি বাস্তবায়নে তাদের পরিকল্পনা রয়েছে।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন  সভাপতি আব্দুল মোজাক্কির, সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, সহ সভাপতি এমদাদুল হক, মইনুল ইসলাম মনির, বেলাল আহমদ, আলী হুসাইন, সালাম মোঃ আমিনুল (আজিম), সাধারণ সম্পাদক সেলিম আলম, সহ সাধারণ সম্পাদক সিপার আহমেদ, মিজান চৌধুরী, হুমায়ুন কবির রিগ্যান, রুবেল আহমেদ,হারুন মিয়া , রফিক মিয়া , সাংগঠনিক সম্পাদক আসাদূর রহমান  (সিলেট), মাসুদ আহমদ আরমান (সুনামগঞ্জ), শেখ রুবেল (মৌলভীবাজার) সাইফুল আমিন (হবিগঞ্জ), কোষাধক্ষ্য আব্দুল হামিদ, সহ কোষাধক্ষ্য আজীর উদ্দিন আলি নুর, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান খান নভেল, ক্রীড়া সম্পাদক সায়েখ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু মিয়া, দপ্তর সম্পাদক এনাম আলী খান, সহ দপ্তর সম্পাদক আব্দুল মুকিত, আইন ও আন্তর্জাতিক সম্পাদক রিপন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক খিজির মিয়া, মহিলা ও শিশু কল্যাণ সম্পাদিকা জ্যোৎস্না বেগম, সাবিয়া ইসলাম, সায়েরা আক্তার, সেলিনা বেগম প্রমুখ।
নির্বাহী সদস্য রমিজ উদ্দিন, সাইদ মিয়া, নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...