ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | গৌরনদীতে অবৈধ ১৫টি পাকা স্থাপণা উচ্ছেদ

গৌরনদীতে অবৈধ ১৫টি পাকা স্থাপণা উচ্ছেদ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন বার্থী-বড়দুলালী খালে নির্মাণাধীন অবৈধ পাকা ১৫টি স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এ অবৈধ স্থাপণা গুড়িয়ে দেয়া হয়।

বার্থী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিক বলেন, দোকান ঘর নির্মাণের জন্য স্থানীয় প্রভাবশালী কানাডা প্রবাসী আজিম উদ্দিন মোল্লা ও তার সহোদর ভাই যুবলীগ নেতা মোফাজ্জেল হোসেন মোল্লা বার্থী মৌজার বঙ্গবন্ধু সড়কের পাশে জনগুরুত্বপূর্ন বার্থী-বড়দুলালী খাল দখল করে পাকা পিলার স্থাপন করেন। খবর পেয়ে এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেই। এরপর দখলকারীরা পূনরায় নির্মাণ কাজ শুরু করেন। গতকাল সোমমবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপণা উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় ভূমি অফিসের শ্রমিকরা নির্মাণাধীন অবৈধ ১৫টি স্থাপণা গুড়িয়ে দেয়। এ সময় সার্ভেয়ার মোঃ শাহজাদা মিয়া, বার্থী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মিশেল আল সাদিক, নাজির আলাউল ইসলাম, থানার এসআই আব্দুল হক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...