স্টাফ রিপোর্টার, ১০ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের সাক্ষী, সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ আহমেদের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার রাত ১টার দিকে রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানা পুলিশ সূত্রে জানান গেছে, শনিবার রাত ১টার দিকে খিলক্ষেত-কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
আহমেদ ইমতিয়াজ বুলবুলও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, লাশটি তার ভাই মিরাজ আহমেদের। এছাড়া তিনি আর কিছু বলতে চাননি।
সম্প্রতি আহমেদ ইমতিয়াজ বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন।