গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্দোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন সেক্টরের চালক ও হেলপারদের সচেতনতার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হল রুমে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্ধোধন করেন। এসময় তিনি পরিবহন চালক ও হেলপারদের সচেতন হবার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, সদর থানার অফিসার ইনর্চাজ মো. সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, জিয়া উদ্দিন, ট্রাফিক সার্জেন্ট মো. মুকুল হোসেন, মো. কামরুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাসু শেখ, সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোল্লা ওমর প্রমুখ।
পরে সচেতনতার জন্য দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার কিছু ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রশিক্ষন কর্মশালায় শতাধিক চালক ও হেলপার অংশ নেন।