বিনোদন ডেস্ক : সালাম খোকনের কথা ও সুরে, রাশেদুল কয়েছ এর সঙ্গীতে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী গামছা পলাশের গাওয়া ”রুপের পাগল” এর মিউজিক্যাল ফিল্ম আসছে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কলেরগান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।
এতে অভিনয় করেছেন জামশেদ শামীম,নওরীন ইভা, সাজ্জাদ চৌধুরী প্রমূখ। সাখায়েত হোসেন সাকিব এর চিত্রগ্রহণ ও জাকির হোসেন এর ভিডিও সম্পাদনায় ভিডিওটি পরিচালনা করেছেন এমএইচ রিজভী।
এ প্রসঙ্গে গামছা পলাশ বলেন “সালাম খোকনের কথা ও সুরে এবারই প্রথম একটি গান গাইলাম। গানটির কথা ও সুর আমার খুবই পছন্দ হয়েছে। আশা করি দর্শক শ্রোতারা গানটি পছন্দ করবেন। রাশেদুল কয়েছ এর সঙ্গীতে গানটি প্রাণ পেয়েছে। মিউজিক্যাল ফিল্মটি নির্মানের সঙ্গে যুক্ত সবাইকে আমার শুভকামনা রইলো।