গফরগাঁওয় (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ের সাংবাদিক সারোয়ার ফরাজীর পিতা অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক হামিদ উদ্দিন ফরাজী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ছয় ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে হামিদ উদ্দিনের মৃত্যুতে গফরগাঁও প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ওনার জানাজার নামাজ বাদ জুমআ ফরাজীবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।