Home | ব্রেকিং নিউজ | খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

খুলনা ব্যুরো : খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক মাজহারুল ইসলাম (২৫) ও আরোহী শিশু সাকিন আলম (১১) নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) দুপুর ২টায় মহানগরীর আড়ংঘাটা থানা এলাকার বড়ইতলা ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুম্মার নামাজের পর মোটরসাইকেলে করে তারা তিন জন বাড়ি ফিরছিলেন। বড়ইতলা ঘাট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই চালক মাজহারুল মারা যান। গুরুতর আহত দুই শিশুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাকিনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

জানা গেছে, এই ঘটনায় নিহত শিশু সাকিনের জমজ ভাই ফাহিম (১১) গুরুতর আহত নিহত সাকিন ও ফাহিম রেল পুলিশের এএসআই খোরশেদ আলমের ছেলে। তারা দুজনই ফুলবাড়িগেট তাহফিজুল হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি দৌলতপুর মহসিন মোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে হানাদারমুক্ত দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের ...

মদনে জাতীয় সমবায় দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যটি সামনে রেখে ...