ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | খালেদা জিয়া এদেশকে ধ্বংস করে দিতে চায় -শিল্পপ্রতিমন্ত্রি ওমর ফরুক

খালেদা জিয়া এদেশকে ধ্বংস করে দিতে চায় -শিল্পপ্রতিমন্ত্রি ওমর ফরুক

মো : বোরহান উদ্দিন , সুনামগঞ্জ প্রতিনিধি, ১৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক বলেছেন বিরুধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এদেশকে ধ্বংস করে দিতে চায়। এদেশের উন্নতি হউক তিনি তা চান না। তিনি জামায়াতকে সাথে নিয়ে ধ্বংস খেলায় মেতে আছেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন,“আপনি যত যাই বলুন,আর যাই করুন কেন এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবেন না। এসব করে আপনারা যুদ্ধাপরাধীদের বাচাতে পারবেন না”। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট বাজার মাঠে আয়োজিত উত্তরশ্রীপুর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সম্মাননা প্রদান ও মতবিনিময়  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন খাঁ সভাপত্বি এসয় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন-সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছোবাহান আখঞ্জী,আমির উদ্দিন,খায়রুল আলম,বাছস পতি রায় প্রমুখ।
সম্প্রতি টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের আবাসিক কোয়াটারে তালা ভেঙ্গে বাসা বাড়ি ও পাহাড়ী টিলা কেটে কয়লার ডিপু নির্মাণ করে কয়েক শ কোটি টাকা দখলের অভিযোগে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,উত্তরশ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন খাঁ ও কয়লা আমদানী কারক সমিতি সভাপতি আলকাছ উদ্দিন খন্দাকারসহ ২৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
শিল্প প্রতিমন্ত্রী এঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও তিনি তার কিছুই করেননি। বরং অভিযুক্ত আসামীর সভাপত্বিতে সভা করেছেন। এনিয়ে এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এব্যাপারে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক বলেন,চুনাপাথর খনি প্রকল্পের অবৈধ দখলদারদের ব্যাপারে এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে আলোচনা করে দেখব কি করা যায়। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এবং বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন।

১৪.০৩.২০১৩
০১৭২৯৪৭২৮৪৫ /০১৭১৬ ৯০১৭১৭

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...