কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : ইঁদুর নিধনে জনগনকে উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন।