কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এ আর মালিক সীডের আমদানি কৃত টমেটো টিএম ০২৭ ফলাফল বিশ্লেষণ করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের দোল ভিটা নামক স্থানে এ আর মালিক সীডের আমদানি কৃত টজ্ঞমেটো টিএম ০২৭ ফলাফল বিশ্লেষণ করা হয়।
কৃষক মৃনাল কান্তি বালার সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্র হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর সীডের এরিয়া ম্যানেজার সঞ্জয় পাল মার্কেট ডেভলপমেন্ট মাদারীপুর,এরিয়া ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম সেলস এ্যান্ড মার্কেটিং মাদারীপুর, মোঃ ফিরোজ সরদার এমডিই গোপালগঞ্জ, মোঃ ইউনুস মিয়া টি এস এম ই গোপালগঞ্জ, কৃষক ভদ্র কান্ত বিশ্বাস,কৃষক সুখ বিশ্বাস বক্তব্য রাখেন।
কৃষক ভদ্র কান্ত বিশ্বাস ও সুখ বিশ্বাস বলেন এবছর দু’প্রকারের টমেটো বীজ লাগিয়েছি এর মধ্যে এ আর মালিক সীডের আমদানিকৃত টমেটো বীজ টিএম ০২৭ খুবেই ভাল ফলাফল হয়েছে। আগামীতে এই বীজ লাগাবো। সকল টমেটো চাষীদের এই বীজ লাগাতে অনুরোধ করছি।