বিনোদন ডেস্ক : গত ৫ মার্চ নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর্ন হোয়াইট’ প্রকাশ করেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরি। চার মিনিটের এই গানের শেষ ফ্রেমে গায়িকা তার গর্ভাবস্থা দেখান। বুঝিয়ে দেন যে, তিনি মা হতে চলেছেন।
এর আগে আর কোনো তারকা এভাবে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভক্তদের জানাননি। সেটাই জানালেন ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদত্তা কেটি।
এ প্রসঙ্গে গায়িকা টুইটারে লিখেন, ‘ভক্তদের সবকিছু জানাতে ভালো লাগে। দারুণ কোনো পন্থায় আমার মা হওয়ার সুখবরটি দিতে চেয়েছি, যাতে সুরও থাকবে।
কিছুদিনের মধ্যে প্রকাশ হবে কেটি পেরির ষষ্ঠ অ্যালবাম। সে সময় তার সন্তানও জন্ম নেবে বলে জানান গায়িকা। বলেন, ‘শুধু সন্তানের মা-ই হব তা নয়, ভক্ত-শ্রোতারা অপেক্ষা করছেন এমন কিছুও আসবে। এটাকে বলা যায় দ্বিগুণ আনন্দ।’
গত বছর ভালোবাসা দিবসের দিনে কেটির হাতে আংটি পরিয়ে দেন অভিনেতা ব্লুম। কেটির দ্বিতীয় বিয়ে এটা। এর আগে ২০১০ সালে তিনি ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন। সে সংসার টিকেছিল দুই বছর।