স্টাফ রিপোর্টার, ঢাকা, ১৭ ফেব্রুয়ারী, বিডিটুডে ২৪ ডটকম : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাংলা ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এদিন দুপুর ১২টায় ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান বাংলা ওয়েবসাইটের উদ্বোধন করবেন।
এদিকে আগামীকাল বাংলা ওয়েবসাইট উদ্বোধন এবং ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ডিএসই ভবন বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’, ‘একুশ আমার অহংকার’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানারে সাজানো হয়েছে ডিএসই’র মূল ভবনের ফটক।
এ বিষয়ে ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, ডিএসইতে বাংলায় ওয়েবসাইট চালু একটি ঐতিহাসিক পদক্ষেপ। বাংলায় ওয়েবসাইট চালু হলে ডিএসই সম্পর্কিত বিভিন্ন তথ্য, তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিস্তারিত তথ্য বিনিয়োগকারীরা বাংলায় পড়তে পারবেন। এতে করে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে আরো বেশি জ্ঞানলাভ করতে পারবেন।
এর আগে ২১ শে ফেবয়ারি ডিএসইতে বাংলা ওয়েবসাইট চালু করার কথা থাকলেও তা আগেভাগেই করা হচ্ছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।