ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভিনশন (সিডিসি) সোমবার জানিয়ে দিয়েছে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছে, কখনও কখনও কয়েক ঘন্টার জন্য বাতাসে ভাসতে পারে এই ভাইরাস।
নির্দেশিকায় সিডিসি জানিয়েছে, কম বায়ু চলাচল করতে পারে এমন ঘরে কোনও করোনা আক্রান্ত ব্যক্তির উপস্থিতি ৬ ফুট দূরের অন্য ব্যক্তিদেরকেও সংক্রামিত করতে পারে।
গবেষকরা জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিসরে বায়ুবাহিত সংক্রমণের মাধ্যমেই মূলত করোনা ছড়িয়ে পড়তে পারে। তাদের দাবি ভাইরাসের সূক্ষ সূক্ষ কণা কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টা বাতাসে ভেসে থাকতে পারে। এছাড়া এই ভাইরাস দুই মিটারেরও বেশি বাতাসে ঘুরেও বেড়াতে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।