ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা বিসিবির

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা বিসিবির

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সবধরনের ক্রিকেট ইভেন্ট স্থগিত করা হয়েছে। তবে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ডেস্কভিত্তিক কাজের জন্য খোলা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বিসিবি। বিসিবির প্রবেশপথে থাকা নিরাপত্তারক্ষী মামুন বলেন, মারাত্মক এই ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে কর্তৃপক্ষ সম্ভাব্য সবধরনের ব্যবস্থা নিয়েছে।

‘জরুরি কাজে যারা বিসিবিতে আসবে তাদের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের নির্দেশনা আমাদের দেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নিরাপদে এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন,’ বলেন তিনি।

এদিকে বুধবার মিরপুর একাডেমি প্রাঙ্গণে কয়েকজন শীর্ষ ক্রিকেটারকে তাদের ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে।

‘যেহেতু এখন কোনো খেলা নেই তাই আমরা নিজেদের ফিটনেসের প্রতি নজর দিচ্ছি এবং ভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা বাসায় ও জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করছি,’ বলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মাদ মিথুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...