এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার: ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে কক্সবাজার শহরে পুলিশ ও জামায়াত কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জামায়াত শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ইটপাটকেলের আঘাতে সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন সহ ৫জন আহত হয়েছে। এসময় দুই শিবির কর্মীকে পুলিশ আটক করেছে।ঘটনার পর থেকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল জোরদার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিন বুধবার সকালে জামায়াত শিবির কর্মীরা কক্সবাজার শহরে বেশ কয়েকটি যানবাহনের কাচের গøাস ভাংচুর করে। বেলা সাড়ে ১২টার দিকে জামায়াত শিবির কর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল করে। এসময় পুলিশ তা প্রতিহত করার চেষ্টা করলে শিবিরের কর্মীরা পুলিশের উপর ইটপাটকে নিক্ষেপ করে। এতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে শিবির কর্মীদের ইটের আঘাত লাগে কক্সবাজার সদর মডেল থানার ওসি জসীম উদ্দিনের হাটুতে। এসময় আরো ৪ জন কম বেশী আহত হয়। ঘটনাস্থলে র্যাব ও বিজিবি গিয়ে শিবির কর্মীদের ধাওয়া করে। এসময় আনোয়ার ও কামাল নামের ২ শিবির কর্মীকে পুলিশ আটক করে। ঘটনার পর থেকে শহরে র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।