কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকের উৎপাদিত বিভিন্ন জাতের ফসলের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগান সংলগ্ন কৃষক বাবুল আহমেদ, গোপাল দেব, ভেলা মিয়া প্রমূখের চাষ করা ফসলের মাঠ থেকে লাউ,টমেটো, বেগুন ও সীম গাছের গোড়া কেটে দিয়েছে কে বা কারা।
বৃহষ্পতিবার সকালে তারা মাঠে গিয়ে দেখেন মাঠের বেড়া ভেঙে শতাধিক ফলন্ত গাছের গোড়া কাটা। এছাড়া দুর্বৃত্তরা সেচ পাম্প,,দা কোদাল সহ প্রায় ত্রিশ হাজার টাকার মালামালও লুট করে নিয়ে যায়।
কৃষক মুহিত মিয়া জানান, তারা সাত মাস আগে ১০/১৫জন মিলে বার্ষিক চুক্তিতে চার একর জমি লিজ নিয়ে এখানে বিভিন্ন জাতের ফসলের চাষ শুরু করেছিলেন।যেখানে প্রতিদিন কমপক্ষে দুইশো শ্রমিক কাজ করেন। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু ফসল বিক্রির সময় এ ঘটনা পুরোপুরি হতাশ করেছে।
স্থানীয় ইউপি সদস্য শিব নারায়ণ কৈরি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, তদন্তক্রমে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।