বিনোদন প্রতিবেদক, ১৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজ জেলা ঝিনাইদহ-৩ আসন থেকে প্রার্থী হবেন বলে জানা গেছে।
আগামীতে এ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে যদি মনির খানকে মনোনয়ন দেয়া হয় তবে তার জয়লাভের সম্ভাবনাকে উজ্জ্বল করে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, গত ৪ বছরে কোটচাঁদপুর-মহেশপুরবাসী এ সরকারের কাছ থেকে কোনো কিছু পায়নি। মানুষ আওয়ামী লীগ এমপি চঞ্চলকে ভোট দিয়ে প্রতারিত হয়েছে। এ কারণে আগামীতে ভোটাররা আর নৌকা প্রতীকে ভোট দেবেন না বলে দাবি করেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
বিরোধীদল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না এমন ঘোষণা দিয়ে রাখলেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে তারা মাঠ কাঁপিয়ে নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। আর আগে থেকেই মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দলের প্রার্থী কারা হচ্ছেন, এ নিয়ে ভোটারদের মধ্যেও চলছে আলোচনার ঝড়।
বিএনপির হয়ে নির্বাচন করতে যাওয়ার বিষয়ে মনির খান বলেন, ‘আমি মনেপ্রাণে চাচ্ছি বিনএপির হয়ে নির্বাচন করতে। ঝিনাইদহ-৩ আসনের জনগণ আমাকে চায়। কারণ, বিগত সময় যারা এখান থেক নির্বাচিত হয়েছেন তারা নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এলাকার তেমন উন্নয়নও করেননি তারা। দলের কাছে আমি প্রার্থিতা চাইব। দল যদি আমাকে যোগ্য মনে করে প্রার্থী দেয় তাহলে নির্বাচন করব। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার ইচ্ছে আমার নেই।’