স্টাফ রিপোর্টার, ১০ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিষয়ে রোববার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আনোয়ারের পক্ষে লিখিত ব্যাখ্যা জমা দেয়ার পর শুনানি শেষে গত ৪ মার্চ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। তবে আসামিপক্ষ শুনানির জন্য সময় আবেদন করায় আদেশের দিনই অনুমতি দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় পলাতক আবুল কালাম আযাদের রায়ের আগের দিন এমকে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’
পরে ২৪ জানুয়ারি বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে ট্রাইব্যুনাল ৩ ফেব্রুয়ারির মধ্যে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি এমকে আনোয়ার এক আইনজীবীর মাধ্যমে তার ব্যাখ্যা জমা দেন।