ইন্টারন্যাশনাল ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে দূরত্ব আরও বেড়ে গিয়েছে পাকিস্তানের। সম্প্রতি জাতিসংঘে ভারতের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন অবস্থার মধ্যে এবার চীন সফরে যাচ্ছেন তিনি। দুই দিনের সফরে আগামী সপ্তাহে চীন যাবেন ইমরান।
পাকিস্তানী গণমাধ্যম জানিয়েছে, আগামী ৭ ও ৮ অক্টোবর চীন সফরে যাবেন ইমরান। মূলত পাকিস্তানে চীনের অর্থনৈতিক করিডোরের বন্ধ কাজ শুরু করার জন্য বেইজিং সফর করবেন ইমরান।
অর্থনৈতিক করিডরের কাজে গতি আনতে সম্প্রতি সেদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বৈঠক করেন ইমরান খান। এই বৈঠকে ইমরান খান জোর দিয়ে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ সময় মতো শেষ হওয়ার ব্যাপারে তার সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওই বৈঠকে ইমরান খান জানান, চীন এবং পাকিস্তানের মধ্যেকার বন্ধুত্ব আরও জোরদার করার চেষ্টা করা হবে।