ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে বর্ণাঢ্য শোভায়াত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সামাজিক দূরত্ব মেনে খাদেমুল হারামাইন বাদশা ফাহাদ বিন আবদুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য শোভায়াত্রা বের করা হয়।শোভায়াত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান শরক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে গ্রন্থাগার ইনচার্জ এস এম আবদুল লতিফের সভাপতিত্বে গ্রন্থাগার ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আতাউর রহমান।
এসময় ডেপুটি লাইব্রেরিয়ান আবদুল আজিজের সঞ্চালনায় সভায় প্রায় অর্ধশতাধিক গ্রন্থাগারিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।