Home | আন্তর্জাতিক | ইফতারের সময় বাগদাদে হামলা, নিহত ৮

ইফতারের সময় বাগদাদে হামলা, নিহত ৮

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো ১৫ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর জাপান টাইমসের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (০৯ মে) বাগদাদের জামিলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এই বিস্ফোরণের ঘটায়।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, সেখানকার স্থানীয় মুসলিমরা সারাদিনের রোজা শেষে যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে।

রয়টার্সের জানায়, এ হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএস এক বিবৃতিতে জানায়, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৮ জন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণপিটুনির ঘটনায় কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রির্পোটার : যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মতো ঘটনা ঘটাবে—তাদের প্রত্যেকের বিরুদ্ধে ...

মাটির নিচে অলৌকিক শব্দ!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের আংগারিয়া পাহাড়ি অঞ্চলে মাটির নিচ থেকে ...