স্টাফ রিপোর্টার: জঙ্গিবাদে উস্কানি এবং তরুণ সমাজকে জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে উদ্বুদ্ধ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাহবাগ থানায় বাংলাদেশ ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. নাহিদ হাসান শাহীনের লিখিত অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ আগস্ট) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘বুধবার বিকেলের অভিযোগটি আমরা আপাতত জিডি আকারে গ্রহণ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হওয়ায় গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগে মতামতের জন্য পাঠানো হবে। তাদের প্রতিবেদন পেলে মামলা হিসেবে অভিযোগটি গ্রহণ করা হবে কিনা নিশ্চিত হওয়া যাবে।’