অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ার আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ। পরে উপজেলা সদরের জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।