অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ২৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বরিশালের আগৈলঝাড়ার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। ক্রীড়ানুষ্ঠানে ২৬টি ইভেন্টে দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, ইনস্ট্রাক্টর অরুণ চন্দ্র মন্ডল, ম্যানেজিং কমিটির সভাপতি প্রফুল্ল পান্ডে, প্রবীর বিশ্বাস, সিরাজ মোল্লা, বাদল সরকার, ঊষা রানী বাড়ৈ, প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ প্রমুখ।