ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির পক্ষে প্রথম নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দোয়ারা উপজেলার নরসিংপুর বাজারে জাপা’র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সমাজ কল্যাণ সম্পাদক, জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন কালে তিনি বলেন, দেশের দুঃসময়ে মহাজোট ছেড়ে বেরিয়ে আসার জন্য সাবেক রাষ্ট্রপতি পলীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদকে দেশবাসী স্বাগত জানিয়েছে। সংঘাতময় পরিস্থিতিতে দেশবাসীকে রক্ষা করতে তিনি এ মহান সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতির স্বার্থে বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করা প্রয়োজন। উন্নয়ন বঞ্চিত ছাতক-দোয়ারাবাসীর উন্নয়নে শরীক হতে তিনি জাপা’র মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। রাষ্ট্রনায়ক এরশাদের বিগত দিনের উন্নয়ন অব্যাহত রাখতে লাঙ্গল প্রতিককে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি তিনি আহবান জানান। কার্যালয় উদ্বোধনকালে জাপা নেতা ডা: আব্দুল মান্নান, হাফিজ আমির উদ্দিন, তাহির আলী, খালিক মিয়া, লেয়াকত আলী, বাবরুল আলম, আজাদ মিয়া, রইছ আলী, দাদু মিয়া, শানুর আলী, আব্দুল আওয়াল, মাশুক মিয়া, আব্দুস ছাত্তার, আশক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।