স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনী প্রচারে কিভাবে গণমাধ্যমকে কাজে লাগানো যায় সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময়ে জয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের করণীয় কি, কিভাবে জনসমর্থন পাওয়া যাবে সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
সভা সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় এনে দিতে জয় বিশেষ কর্মসূচি হাতে নিতে যাচ্ছেন। এজন্য তিনি সাংবাদিকদের পরামর্শ নিয়েছেন। আগামী নির্বাচন পর্যন্ত জনসমর্থন আওয়ামী লীগের অনুকূলে আনতে সাংবাদিকদের পরামর্শ কাজে লাগাতে চান জয় ।
মতবিনিময়ে তিনি অভিযোগ করে বলেন, দেশের অনেক মসজিদে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াত ও হেফাজতের এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।