স্টাফ রিপোর্টার : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রংপুরের জনসভা শুরু হয়েছে। রবিবার দুপুর ২টায় জেলা স্কুল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার এ জনসভা শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন।
এদিকে জনসভা শুরুর আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে রংপুর জেলা স্কুল মাঠ। প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকেই রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে মিছিলসহ নেতা-কর্মীরা জনসভাস্থলে আসতে থাকে। আর দুপুর ১টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।
তবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ডক্টরস অ্যাসোসেয়িশন অব বাংলাদেশের (ড্যাব) এর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নিজস্ব স্বেচ্ছাসেবক ও বিপুল সংখ্যক লোক কাজ করছে।