বিনোদন ডেস্ক : বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া তার সাম্প্রতিক ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ এর দর্শক প্রতিক্রিয়ায় উচ্ছসিত। তিনি বলেন যে, ছবির পাণ্ডুলিপি পড়ার সময় থেকেই তিনি জানতেন এটি হবে একটি বড় মাপের হিট ছবি।
যশ রাজ ফিল্মস প্রযোজিত ও মনীশ শর্মা পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত এবং বণি কাপুর।
পরিণীতি বলেন, ‘যখন আমি পাণ্ডুলিপিটি পড়ি তখনই আমি নিশ্চিত হই যে এটি হবে খুবই বিনোদনমূলক একটি ছবি। আমি খুশী যে মনীশ এবং আদি (আদিত্য চোপড়া) ছবিটিতে আমাকে নিয়েছিল কারণ ‘ইশাকজাদে’এর পর আমি ভিন্নধর্মী কিছু করতে চেয়েছিলাম এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছিল তা-ই।
তিনি আরও বলেন, ‘ছবিটি মুক্তি পেয়েছে এবং দর্শকরা এটি পছন্দ করেছে। ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা, পাণ্ডুলিপি লেখক জয়দীপ সাহনি এবং পরিচালক মনীশ শর্মা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন’।