ব্রেকিং নিউজ
Home | শেয়ার বাজার |  দর পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ

 দর পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ

স্টাফ রিপোর্টার, ১৮ জুলাই, বিডিটুডে ২৪ডটকম : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই দর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর আগে ব্যাপক দরপতনে পুঁজিবাজারে দিনের লেনদেন শুরু হয়।

জামায়াতের ডাকা টানা চতুর্থ দিনের হরতালে ব্রোকার হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কম। গত কয়েক কার্যদিবসে জ্বালানি ও বিদ্যুৎ এবং টেলিকমিউনিকেশন খাতে দরবৃদ্ধির পর এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর সংশোধন করা হয়। এসব কারণে সূচক ও লেনদেন কম হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিন আগের কার্যদিবস বুধবারের চেয়ে সূচক কমার সাথে সাথে লেনদেনও কমেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে প্রায় ১৩৪ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে প্রায় ৩ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৮৫২ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার এর পরিমাণ ছিল ৯৮৬ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা।

দিন শেষে ডিএসই সাধারণ সূচক ১৮৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ২২৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯৮ পয়েন্টে।

এদিন এখানে ২৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল, তিতাস গ্যাস, গ্রামীণফোন, যমুনা অয়েল, অ্যাকটিভ ফাইনান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ার ও স্কয়ার ফার্মা।

অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৬ কোটি ৯০ লক্ষ ৬৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। টাকার অঙ্কে বুধবার এর পরিমাণ ছিল ৬৯ কোটি ৫১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে সিএসইর সাধারণ সূচক ১৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার ও মিচুয়াল ফান্ডের ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুঁজিবাজারে লেনদেনের সূচক ঊর্ধ্বমুখী

ডেস্ক রিপোর্ট : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর ...

সূচক পতনে লেনদেন

ডেস্ক রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন ...