স্টাফ রিপোর্টার, ঢাকা, ১৯ জানুয়ারি, বিডিটুডে ২৪ডটকম ॥ যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার চীনে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক পিল পপহাম এ কথা জানিয়েছেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎতকারে তিনি এই পরিকল্পনার কথা জানান।
সাক্ষাতকারে পিল পপহাম বলেন, অন্যান্য দেশের চেয়ে চীনে গাড়ির ব্যবসা বেশি ভালো হয়েছে। আশা করছি, সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ কারণে চীনে ব্যবসা সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছি।
বর্তমানে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রে জাগুয়ার ব্র্যান্ডের গাড়ির চাহিদা বেশি থাকলেও ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হবে বলে বিশ্বাস করেন পিল পপহাম। সূত্র: ওয়েবসাইট।