স্টাফ রিপোর্টার : গত ৫ মে হেফাজতের সমাবেশ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রের বিরুদ্ধে ৫৪ ধারায় করা জিডি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আদিলুরের আইনজীবী মো. আসাদুজ্জামান অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নূরু মিয়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় করা জিডি থেকে তাকে অব্যাহতি দেন।
আদিলুরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সুনির্দিষ্ট মামলা হওয়ায় তাকে জিডি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর আশরাফুল আলম ।
ডিবিতে করা জিডির ঘটনাটি তদন্ত করে তিনি কোনো ধর্তব্য অপরাধে জড়িত রয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে আবেদনে জানানো হয়।
আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, জিডি থেকে আদিলুরকে অব্যাহতির ফলে তার বিরুদ্ধে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা একটি মামলা বিচারাধীন রইলো।
আদিলুরকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হলেও শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়নি।