মাহিদুল ইসলাম রিপন ,দিনাজপুর প্রতিনিধিঃ জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে সারা দেশে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন বুধবার ১৮ সেপ্টম্বর কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া ঢিলে ঢালে ভাবে চলছে। হরতাল শুরু হওয়ার পূর্বে মঙ্গলবার ১৭ সেপ্টম্বর গভীর রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলা সংল্গন এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে অগ্নি সংযোগ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেলে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। এছাড়া উপশহর, পুলহাট স্টেডিয়াম পূর্ব গেটসহ কয়েকটি স্থানে সড়কের উপর জামায়াত-শিবির নেতাকর্মীরা অগ্নি সংযোগ করে। জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথক দিনে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কোন ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি। দিনাজপুর থেকে ছেড়ে যায়নি দূড়পাল্লার কোন যান। ভোর থেকে ট্রেন চলাচল রয়েছে অনান্য দিনের মতো স্বাভাবিক। সকাল থেকেই সাইকেল, মোটর সাইকেল, অটোরিক্সা, রিক্সা, ভ্যানসহ সকল প্রকার ছোট-খাটো হালকা যান চলাচল করতে দেখা যায়। শহরের অধিকাংশ দোকানপাট ছিলো খোলা। শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে মোড়ে মোড়ে। পিকেটিং এর ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে শহরের বিভিন্ন এলাকায় হরতালের পিকেটিং হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান।
Home | ব্রেকিং নিউজ | ৪৮ ঘন্টা হরতালের ১ম দিনে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের পিকেটিং