অর্থনীতি ডেস্ক : বারবার হরতালের কারণে ইতোমধ্যে তৈরি পোশাক শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারো জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার টানা হরতালে পোশাক শিল্প আরো ক্ষতির মুখে পড়বে আশঙ্কায় হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠন দুটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। একইসঙ্গে বিবৃতিতে জামায়াতের হরতাল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক কারখানার উন্নয়নে সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে মার্কিন ক্রেতাদের জোট ‘দি অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ এর বোর্ড সদস্যদের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছেন। ‘অ্যালায়েন্সের প্রতিনিধিদলের এই সফরের মধ্যে হরতাল থাকলে যে উদ্দেশ্য নিয়ে তারা বাংলাদেশে এসেছেন, তা ব্যাহত হতে পারে।
বিজিএমইএ ও বিকেএমইএ বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধি দলটি প্রতিনিয়তই বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক কার্যক্রম নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন।
সাভার ট্র্যাজেডির প্রেক্ষাপটে পোশাক শিল্পের উদ্যোক্তারা যখন ক্রেতাদের বিভিন্ন চাপে দিশেহারা- সে পরিস্থিতিতে অ্যালায়েন্স প্রতিনিধিদলের বাংলাদেশ সফর পোশাক শিল্পের জন্য নিঃসন্দেহে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু হরতাল বাংলাদেশ সম্পর্কে তাদের মনে নেতিবাচক ধারণার জন্ম দিতে পারে, যা আমাদের এই শিল্পের জন্য একান্তভাবে অনভিপ্রেত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর আপিল বিভাগের রায়কে ‘ভুল’ দাবি করে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।