বিনোদন ডেস্ক : রুশদা ফিল্মস ও মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। তিন দিনব্যাপী অনলাইন এই উৎসবে বাংলাদেশের সেন্সর প্রাপ্ত কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ভেন্যু সহজপাঠ স্কুল, ৭৮৮, দনিয়া।
অনলাইন ভিত্তিক এই আয়োজনে ৫৪টি দেশের ১৫০টি বিদেশী ও ২৭টি দেশি চলচ্চিত্র মনোনীত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। ফেষ্টিভেল চেয়ারম্যান অভিনেতা টুটুল চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
ওপেনিং স্রিমনিতে চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন। ক্লোজিং স্ররিমনিতে লেখক ও ফিল্ম ক্রিটিক অনুপম হায়াৎ উপস্থিত থাকবেন।