Home | ফটো সংবাদ | ২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

স্টাফ রিপোর্টার : মঞ্চ তৈরি শেষ। পেছনের অংশে বড় ব্যানার। বসানো হয়েছে বেগম খালেদা জিয়াসহ নেতাদের জন্য চেয়ার। সামনের দিকে ব্যারিকেড দেয়া হয়েছে বাঁশ দিয়ে। আশপাশে শোভা পাচ্ছে বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার।

৬০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ তৈরিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করেছেন। এছাড়া সাউন্ড সিস্টেম এবং অন্যান্য কাজের জন্য শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।

২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমিপি। রবিবার দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপি নেতারা দাবি করছেন, অতীতে রাজধানীতে বিএনপি চেয়ারপারসন যত সমাবেশে অংশ নিয়েছেন আজকের সমাবেশ একটু ব্যতিক্রম হবে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঐতিহাসিক মহাসমাবেশে রূপ নেবে।সকাল থেকে নেতাকর্মী ও উৎসুক মানুষ সমাবেশস্থলের কার্যক্রম দেখতে ভিড় করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চিতলমারীতে প্রাথমিক শিক্ষকদের পাঠদানের মান নিয়ে নানা প্রশ্ন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ...

দিনাজপুরে বাণিজ্যিকভাবে কমলা চাষ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু ...