অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষানার সাথে সাথে কুড়িগ্রামে মিছিল সমাবেশে করেছে জেলা আওয়ামীলীগ। এর আগে সকাল থেকেই দলীয় কার্যালয় ও শহীদ মিনার চত্বরে নেতা কর্মীরা সমবেত হতে থাকে। রায় ঘোষনার সাথে সাথে রায় কে স্বাগত জানিয়ে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পিপি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বক্তারা এ মামলায় তারেক জিয়া সহ যেসব আসামী পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে ফিরে এনে রায় কার্যকর করার দাবী জানান।