স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ০৮ সেপ্টেম্বর)- ২০২০ সালের অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমসের আয়োজন হবে এবার জাপানের টোকিওতে। আয়োজক দেশ নির্বাচনের দৌড়ে ইস্তান্বুল ও মাদ্রিদকে হারিয়ে জাপান নির্বাচিত হয়েছে।
রবিবার দিনের প্রথম প্রহরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভোটাভুটি করে।
১৯৬৪ সালের পর টোকিও এবারই পেল ক্রীড়া মহোৎসব আয়োজনের মর্যাদা।
ব্রাজিলের রিও ডি জেনেরোতে হবে ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আযোজক।
২০২০ এর আয়োজক হতে প্রথম রাউন্ডের ভোটাভুটিতে হেরে যায় স্পেনের রাজধানী মাদ্রিদ।
চূড়ান্ত ফলাফল জয়ের আনন্দ এনে দিয়েছিল জাপানীদের চোখেমুখে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম। মঙ্গলবারই তার ১২ বছরের এই দায়িত্ব পালনকাল শেষ হচ্ছে।