স্টাফ রিপোর্টার, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বিকেল ৩টা ৮ মিনিটে ওলামা দলের সভাপতি আবদুল মালেকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।
সোমবার দুপুরের পর থেকেই নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়।
গণগত্যা, হামলা, মামলা, নির্যাতনে সারাদেশে সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও নির্যাতিত হওয়া এবং র্যাব-পুলিশ ও সরকারি দলের হামলার অভিযোগে এ সমাবেশের ডাক দেয় ১৮ দলীয় জোট।
বিক্ষোভ সমাবেশে সভাপত্বি করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে তিনি উপস্থিত হয়েছেন।
এছাড়া সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির যুগ্ম-মহসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মগনগর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের উত্তরের সভাপতি আবুল মনসুর খান দিপক, সিনিয়র সহ-সভাপতি শরিফ উদ্দিন জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, ৯ মার্চ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংসবাদ সম্মেলনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।