স্টাফ রিপোর্টার : নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের চলমান আন্দোলন আসছে অক্টোবরে পূর্ণতা পাবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন জনমতের প্রতিফলন না সরকারের আকাঙ্ক্ষার বাস্তবায়ন’–শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। ‘অল কমিউনিটি ফোরাম’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, ‘ইতিহাসে অক্টোবর মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই মাসেই রুশ বিপ্লব ও চীনের স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে পৃথিবীর ইতিহাস পরিবর্তিত হয়েছে। সরকারকে বলতে চাই, সামনেই আসছে অক্টোবর মাস। তাই এখনই জনগণের ভাষা বুঝতে শিখুন।’
তিনি বলেন, ‘সরকার বলছে, সংসদ থাকবে ও নির্বাচন হবে। কিন্তু পৃথিবীর কোথাও এমন নজির নেই। তাছাড়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের ১৬ কোটি মানুষ এখন একটা কথাই বলছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
সংবিধানের নামে ১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলা না করতে সরকারের প্রতি আহ্বান জানান জেনারেল মাহবুব।
সরকারের উদ্দেশে সাবেক এ সেনা প্রধান বলেন, ‘সংবিধান মানুষের তৈরি। তাই মানুষের জন্যই সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। আর সমস্যা সমাধানে এখন চাই সংলাপ। কারণ, সংলাপেই সমাধান।’
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি প্রমুখ।