
রায়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল আলম লেনিন বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে কাদের মোল্লা যেসব মানবতাবিরোধী অপরাধ করেছেন তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এর আগে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়ায় আমরা আশাহত হয়েছিলাম। আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে তাকে আমরা সন্তুষ্ট।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাদের মোল্লা ১৯৭১ সালে গণহত্যার জন্য ‘কসাই কাদের’ নামে পরিচিত ছিলেন। তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, সেটা মানবতাবিরোধী। তাঁর ফাঁসির রায়ে আওয়ামী লীগ খুশি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। গণহত্যার পর কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেগেছিল। ফাঁসির আদেশ হওয়ায় সেই তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, ‘এই রায় ছিল আমাদের প্রত্যাশিত। কসাই কাদেরের এ ধরনের রায় পেয়ে জাতি আজ আনন্দিত।’