ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের হেবরন নগরীতে রবিবার সন্দেহভাজন এক ফিলিস্তিন বন্দুকধারীর গুলিতে মারাত্নকভাবে আহত হওয়ার পর এক ইসরাইলি সৈন্য মারা গেছে।
এক ফিলিস্তিনী নাগরিকের হামলায় অপর এক ইসরাইলি সৈন্য নিহত হওয়ার মাত্র দু’দিন পর এ সৈন্য মারা গেল। দেশটির কর্মকর্তারা একথা জানান।
এই দুই সৈন্যের মৃত্যুর ফলে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরাইলের একজন সিনিয়র মন্ত্রী শান্তি আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহবান জানানোয় এই প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ তিন বছর পর গত মাসে তাদের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়।
উভয় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র জানায়, এ ধরনের হামলার ঘটনা শান্তি আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি জানান, এই হামলার নিন্দা জানাতে আমরা সকল পক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
রবিবার ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আজ সন্ধ্যায় হেবরনে বন্দুক হামলায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর এক সৈন্য নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, বন্দুক হামলায় মারাত্নকভাবে আহত ওই সৈন্যকে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। পরে সেখানে সে মারা যায়। সুত্র: এএফপি।