Home | বিনোদন | ছোটপর্দা | হৃদয়স্পর্শী গল্প নিয়ে সজল-মেহজাবিনের ‘যাতনা কাহারে বলে’ নাটক

হৃদয়স্পর্শী গল্প নিয়ে সজল-মেহজাবিনের ‘যাতনা কাহারে বলে’ নাটক

বিনোদন ডেস্ক : বিয়ের বাসরের রাত। পারিবারিকভাবেই বিয়ে সজল-মেহজাবিনের। সজল স্বপ্নে দেখে বউ মেহজাবিনের তার উপর নিষ্ঠুর অত্যাচার করছে। কিন্তু সকালে ঘটলো এক ভিন্ন ঘটনা।

ঘুম থেকে জেগে দেখে, মিষ্টি একটি সুন্দর মুখ তার উপর ঝুকে আছে। বোকা শুভ্র মায়ের পছন্দ করা এই বউয়ের প্রেমে পড়ে গেল বিয়ের পর দিন সকালেই। এরেঞ্জ ম্যারেজে অবিশ্বাসী সাজিয়াও বোকা স্বামীর প্রতি একসময় গভীর মমতা অনুভব করে। সুখে ভরে ওঠে দুজনের খুনসুটি আর ভালবাসার সংসার। দুজনের ভালবাসায় সন্তান সম্ভাবা হয়ে ওঠে সাজিয়া।

ডেলিভারির ঠিক আগ মুহুর্তে কর্তব্যরত ডাক্তার জানান, মা অথবা শিশু যেকোন একজনকে বাঁচাতে পারবেন তারা। সিদ্ধান্ত যা নেবার এখন এখন শুভ্রকে নিতে হবে। কাকে বাঁচাবে সে, স্ত্রী না সন্তান কে….. এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে সম্প্রতি ‘যাতনা কাহারে বলে’ নাটকটি নির্মিত হলো। নাটকটির রচনা ও পরিচালনায় আদর সোহাগ। জুয়েল হক অপুর প্রযোজনায় এই নাটকে সাজিয়া ও শুভ্র চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও সজল। জানা যায়, শীঘ্রই বেসরকারী যেকোন একটি চ্যানেলে এটি প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাচ্ছেন হিরো আলম

স্টাফ রির্পোটার : “হিরো আলম” সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিক আলোচনায় চলে আসা ...

দুই হুমায়ূনই ফারুকের কারিগর

বিনোদন ডেস্ক : বাংলা নাট্য জগতের জনপ্রিয় একজন অভিনেতা ফারুক আহমেদ। প্রয়াত কথাসাহিত্যিক, ...