স্পোর্টস ডেস্ক : তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচের এক সিরিজ খেলতে বর্তমানে দক্ষিন আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তবে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে শুরুটা খুব একটা ভালো করতে পারলনা বাংলাদেশের মেয়েরা।
স্বাগতিকদের সঙ্গে প্রথম টি-২০ ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারল সালমা বাহিনী।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে ধীরগতির ব্যাটিংয়ের কারণে প্রথম ১০ ওভারে মাত্র ২৪ রান সংগ্রহে সমর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত লতার ৩১, অধিনায়ক সালমার ১৭ এবং ফারজানার ১৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
৭৩ রানের সহজ টার্গেটে খেলতে নেমে তৃষা চেট্টির ৩৪ বলে ৩২ এবং অধিনায়ক মিগনন দ্যু প্রিজের ১৫ বলে ২৯ রানের সুবাদে মাত্র ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:-
বাংলাদেশ: ৭২/৪ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ৭৬/১ (১৩.৩ ওভার)
ফলাফল:- দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।