ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | হাম্মাদিয়া মসজিদ সংস্করনের লক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের স্মারকলিপি প্রদান

হাম্মাদিয়া মসজিদ সংস্করনের লক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের স্মারকলিপি প্রদান

সোহেল মোঃ ফখরুদ-দীন, চট্টগ্রাম থেকে, প্রতিনিধি, ১৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : প্রাচীন চট্টগ্রামের মুসলমান আগমনের পর পর সময়ে ১৫ শতাব্দিতে হোসেন শাহী আমলে উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মজজিদ্দা গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শে অবস্থিত ১৫শ শতাব্দিতে নির্মিত প্রাচীন মসজিদ (হামিদ খান) হাম্মাদিয়া মসজিদ ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীনতম সাী। এ মসজিদকে বলা হয় চট্টগ্রামের প্রথম প্রাচীন মসজিদ। বাংলাদেশের জাতীয় ইতিহাসের ঐতিহাসিক প্রাচীন মুসলিম স্থাপনাটি দেশে বিদেশে সমাদৃত। সুলতানী আমলে নির্মিত বিশাল আকারের গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি প্রতিদিন পর্যটক ও ইতিহাসবিদগণ পরিদর্শন করেন। চলতি সপ্তাহে সমাজ, দেশ ও ইতিহাস অসচেতন ব্যাক্তি এবং ইতিহাসদ্রোহী ঘাতক মানুষ নামের কলংকিত ব্যাক্তিরা এ প্রাচীন মসজিদটি সম্প্রসারনের নামে এ প্রাচীন পবিত্র তীর্থ হাম্মাদিয়া মসজিদটি ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে। বর্তমানে মসজিদটি ভাঙ্গনের কাজ চলছে। এ বিষয়ে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের প থেকে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যানকে মসজিদটি রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এদিকে ১৯ মার্চ দুপুরে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে এ প্রাচীন হাম্মাদিয়া মসজিদ ধ্বংশকারীদের গ্রেফতারের দাবী ও মসজিদটি সরকারী উদ্যোগে সংরনের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবদুল মান্নান এর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান মসজিদটি সরকারী উদ্যোগে সংরনের আশ্বাস প্রদান করে বলেছেন, সরকারী উদ্যোগে যথাযথ মন্ত্রণালয়ের মাধ্যমে এর পদপে নেওয়া হবে। তিনি তাৎনিকভাবে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাকে টেলিফোনের মাধ্যমে এই প্রতœসম্পদ ধবংশকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট শিাবিদ অধ্য ড. মোঃ সানাউল্লাহ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোলে মোঃ ফখরুদ-দীন, প্রাবন্ধিক ও গবেষক আরিফ চৌধুরী, প্রবীণ ইতিহাস গবেষক এবিএম ফয়েজ উল্লাহ, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, অধ্যাপক ওসমান জাহাঙ্গীর, কম্পিউটার ইঞ্জিনিয়ার অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর রানা, সাংবাদিক কেএম আলী হাসান, নারী উন্নয়ন সংগঠন মর্জিনা আক্তার লুচি, সাংবাদিক তাজুল ইসলাম পলাশ, প্রাবন্ধিক শিবলী সাদিক কফিল, শাহানুর আলম, আসিফ ইকবাল, কবি আবদুল জব্বার আলী, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম নবী প্রমুখ। উল্লেখ্য যে, ১৫শ ৩৩ থেকে ৩৮ সালে হোসেন শাহী আমলে নবাব হামিদ খান চট্টগ্রামে পূর্ব অঞ্চলের গর্ভনর থাকা কালে এই মসজিদ নির্মাণ করেন।
বার্তা প্রেরক

 

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...