স্টাফ রিপোর্টার : রমনা ও শাহবাগ থানায় দায়েকৃত মিথ্যা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৯ দলের অন্যতম নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগরীর সদস্য সচিব আব্দুস সালামকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান ও ১৯-দলীয় জোটের শীর্ষ নেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা। তিনি বলেন, হামলা মামলা ও গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না। গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক এবং নিবর্তনমূলক আচরণ করে এই সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। অবিলম্বে ১৯ দলসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবী করে বলেন, সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে যদি নিঃশর্ত মুক্তির ব্যবস্থা না করা হয় এবং সরকার যদি এভাবে নিবর্তনমূলক আচরণ করতেই থাকে তাহলে দেশের সাধারণ মানুষ যে কোন সময় ফুসে উঠতে পারে। তখন সেই জনস্রোত সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না এবং তার ফলে যদি কোন অনাকাংখিত ঘটনার উদ্ভব হয় তবে তার সকল দায়দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।