নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবীন্দ্রনাথ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হাতীবান্ধা ম্যানেজার সাকির হোসেন প্রমুখ।কর্মসূচির মধ্যে ছিল র্যালি, হাত ধোয়া ডেমোনেস্ট্রেশন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ।